News71.com
 International
 18 Oct 16, 11:26 AM
 338           
 0
 18 Oct 16, 11:26 AM

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিএমসি সদর দফতর পরিদর্শন ।।

কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূতের বিএমসি সদর দফতর পরিদর্শন ।।

 

নিউজ ডেস্কঃ কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এস এম আবুল কালাম বাংলাদেশ মিলিটারি কমান্ড সদর দপ্তর পরিদর্শন করেন। তার সাথে বাংলাদেশ দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিএমসি সদর দপ্তর প্রাঙ্গণে বৃক্ষরোপণের মাধ্যমে রাষ্ট্রদূত পরিদর্শন শুরু করেন।

কমান্ডার বাংলাদেশ মিলিটারি কমান্ড রাষ্ট্রদূতকে বিএমসি'র কার্যাবলীর উপর ব্রিফিং প্রদান করেন। এ সময় রাষ্ট্রদূত কুয়েত সশস্ত্র বাহিনীকে সহায়তা প্রদানে বিএমসি'র সদস্যদের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং কুয়েত ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে সব সহায়তা প্রদানের আশাবাদ ব্যক্ত করেন। পরে রাষ্ট্রদূত বিএমসি'র কর্মকর্তাদের সাথে দুপুরের খাবার এবং আলোকচিত্র গ্রহণে অংশগ্রহণ করেন রাষ্ট্রদূত এস এম আবুল কালাম।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন