News71.com
 International
 18 Oct 16, 11:31 AM
 328           
 0
 18 Oct 16, 11:31 AM

কক্ষপথে দুই নভোচর পাঠাল চীন..

কক্ষপথে দুই নভোচর পাঠাল চীন..

 

আন্তর্জাতিক ডেস্ক: গতকাল সোমবার দুই জন নভোচরকে কক্ষপথে পাঠিয়েছে চীন। চীনের উত্তরাংশের জিউকুয়ান উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র  মহাকাশযানে করে তাদেরকে পাঠানো হয়েছে। আর দুই জন নভোচারীরা হলেন ৪৯ বছরের জিং হাইপিং এবং ৩৭ বছরের চেন দোং।

জানা গেছে, একটানা ৩৩ দিন মহাকাশে থাকবেন তারা। সেখানে চিকিৎসাবিদ্যা, পদার্থবিদ্যা এবং জীববিদ্যা সংক্রান্ত গবেষণা চালাবেন। জিং এর আগেও দুই দফা মহাকাশে কাটিয়েছেন। চলতি বছরের গোড়ার দিকে চীন মহাকাশ গবেষণাগার ‘তিয়ানগোং-২’কে কক্ষপথে স্থাপন করেছে।

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং সোমবারের সফল উৎক্ষেপণকে অভিনন্দন জানিয়েছেন। তিনি আরও বলেছেন, মহাকাশে নিজস্ব নভোচারীবাহী যান পাঠানোর ক্ষেত্রে আমেরিকা এবং রাশিয়ার পর তৃতীয় অবস্থানে রয়েছে চীন। ২০১৩ সালে চাঁদে মানুষ বিহীন যান পাঠিয়েছিল চীন এবং দেশটি মহাকাশ গবেষণায় দ্রুত এগিয়ে চলেছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন