News71.com
 International
 04 Mar 16, 11:39 AM
 830           
 0
 04 Mar 16, 11:39 AM

জিকা ভাইরাস ছড়ানো বন্ধে জন্য ইউনিসেফ-কে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে গুগল।

জিকা ভাইরাস ছড়ানো বন্ধে জন্য ইউনিসেফ-কে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে গুগল।

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলে অপুষ্ট মস্তিষ্ক নিয়ে জন্মানো শিশুদের সঙ্গে এই ভাইরাসটির যোগসূত্র খাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । গত হফেব্রুয়ারি মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জিকা ভাইরাস নিয়ে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরী সতর্কতা জারী করে। জিকা ভাইরাস ছড়ানো বন্ধে জন্য ইউনিসেফ-কে ১০ লাখ ডলার অনুদান দিয়েছে মার্কিন ওয়েব জায়ান্ট গুগল।


গুগল জানিয়েছে, তাদের এই অনুদান সতর্কতা বাড়াতে, মশার সংখ্যা কমানো এবং প্রতিষেধক বানাতে সহায়তা করবে। একটি ব্লগপোস্টে গুগলের পক্ষ থেকে বলা হয়, গুগলের প্রকৌশলীরা ইউনিসেফের সঙ্গে ডেটা বিশ্লেষণ করতে, জিকা ভাইরাসটি কোথায় ছড়িয়েছে তার ম্যাপ বানাতে আর এর প্রতিরোধে কাজ করছে।"

প্রতিষ্ঠানটির স্বেচ্ছাসেবক দল বিভিন্ন ডেটা সংগ্রহ করতে ওপেন সোর্স সফটওয়্যার বানাচ্ছেন। তাদের লক্ষ্য যেন এর মাধ্যমে জিকা কীভাবে ছড়াচ্ছে তা শনাক্ত করতে আবহাওয়া বা ভ্রমণ তথ্যের মতো তথ্য সংগ্রহ করা যায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জিকা ভাইরাসকে বিশ্বের জন্য একটি ঝুকি হিসেবে বিবেচনা করেছে। এমনকি কিছু ক্ষেত্রে একে ইবোলা'র মতো গুরুত্ব দেওয়া হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন