News71.com
 International
 18 Oct 16, 11:36 AM
 346           
 0
 18 Oct 16, 11:36 AM

পেরুতে ১০ হাজার ব্যা ঙের মৃত্যু , তদন্ত শুরু

পেরুতে ১০ হাজার ব্যা ঙের মৃত্যু , তদন্ত শুরু

আন্তর্জাতিক ডেস্কঃ একটি পরিবেশবাদী আন্দোলনকারী গোষ্ঠী এ ঘটনার জন্যু কোয়াটা নদীর দূষণকে দায়ী করেছে। গোষ্ঠীটি দাবি করেছে, ওই অঞ্চলে নর্দমার পানি শোধণের জন্য  প্ল্যাুন্ট স্থাপনের আবেদন উপেক্ষা করেছে সরকার।

টিটিকাকা নামের পানিতে বসবাসকারী এই ব্যামঙের প্রজাতিটি হুমকির মুখে রয়েছে। এই প্রজাতির ব্যাবঙগুলোকে শুধু পেরু ও বলিভিয়ার দূষণহীন পানির লেকগুলো এবং শাখানদীতে পাওয়া যায়।

কোয়াটা নদীতে দূষণরোধে গঠিত কমিটি বলেছে , পেরুর সরকার গুরুতর দূষণ সমস্যা র সুরাহা করতে ব্য র্থ হয়েছে। পরিবেশবাদী আন্দোলনকারীরা ১০০টি মৃত ব্যায়ঙ আঞ্চলিক রাজধানী পুনোর সেন্ট্রাল স্কয়ারে নিয়ে যায়।

আন্দোলনকারীদের নেতা মারুজা ইনকুইলা বলেন, “আমরা মৃত ব্যারঙগুলো নিয়ে এসেছি। আমরা কীভাবে বেঁচে আছি কর্তৃপক্ষ তা বুঝতে পারে না।” তিনি আরো বলেন, “সমস্যারটি কত গুরুতর এই ব্যা।পারে তাদের কোনো ধারণাই নেই। পরিস্থিতি খুবই ভয়ানক।”

পেরুর জাতীয় বন ও বন্যয়প্রাণী সেবা (সেফোর) কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এ ব্যা পারে (ব্যা ঙের মৃত্যুগ) তদন্ত শুরু করছে।

এক বিবৃতিতে সেফোর জানিয়েছে, “ওই ঘটনার পর স্থানীয় অধিবাসীদের সঙ্গে কথা বলে এবং ব্যা ঙের নমুনা সংগ্রহ করার পর ধারণা করা হচ্ছে ৩০ মাইলজুড়ে (নদী)  ১০ হাজারেরও বেশি ব্যাহঙ আক্রান্ত হয়েছে (মারা গেছে)।”

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন