
নিউজ ডেস্ক : আফগানিস্তানের উপরাষ্ট্রপতি জেনারেল আব্দুল রশিদ দোস্তামের ওপর আবারও তালেবানি হামলা হয়েছে বলে জানিয়েছেন দেশটির এক প্রশাসনিক কর্মকর্তা। গত রবিবার আফগানিস্তানের ফারিয়াব এলাকা দিয়ে যাওয়ার সময় উপ রাষ্ট্রপতির গাড়ি লক্ষ্য করে হামলা চালায় তালেবান। এ ঘটনায় জেনারেল সামান্য আহত হয়েছেন বলেও জানান ওই কর্মকর্তা।
এর আগেও কয়েকবার তালেবানের টার্গেট হয়েছেন জেনারেল দোস্তাম। গত সপ্তাহে তার গাড়ি লক্ষ করে হামলা চালায় তালেবান। গত অাগস্টেও তার গাড়িতে হামলা চালিয়েছিল জঙ্গিরা। এমনকি বড়সড় নাশকতা চালানোর আগে জেনারেলের বাড়ির সামনে থেকে ধরা পড়ে যায় তিনজন আত্মঘাতী বোমা হামলাকারী ৷