News71.com
 International
 18 Oct 16, 12:21 PM
 297           
 0
 18 Oct 16, 12:21 PM

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ।। হিলারির পক্ষে প্রচারণায় নামছেন মিশেল, চেলসি, বার্নি ……

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন ।। হিলারির পক্ষে প্রচারণায় নামছেন মিশেল, চেলসি, বার্নি ……

নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের আরিজোনা রাজ্যে হিলারি ক্লিনটনের পক্ষে প্রচারণায় নামছেন ফার্স্ট লেডি মিশেল ওবামা, হিলারির মেয়ে চেলসি ক্লিনটন ও সিনেটর বার্নি স্যান্ডার্স। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় নামবেন মিশেল ওবামা। মঙ্গলবার আরিজোনার ফ্লাগস্টাফ ও টুকসনে দুটি নির্বাচনী র্যাণলিতে অংশ নেবেন বার্নি স্যান্ডার্স। বুধবার আরিজোনা স্টেট ইউনিভার্সিটির টেম্পে’তে র্যাালি করবেন চেলসি ক্লিনটন।

হিলারি ক্লিনটনের নির্বাচনী প্রচারণা শিবির থেকে সোমবার এ ঘোষণা দেয়া হয়। এ সময় আরো বলা হয় তারা টেলিভিশন বিজ্ঞাপনের পিছনে অনেক বেশি খরচ করবে এবং এ সপ্তাহে ভোটারদের কাছে সরাসরি মেইল পাঠানো হবে। হিলারি ক্লিনটনের প্রচারণা বিষয়ক ম্যানেজার রবি মুক সাংবাদিকদের বলেছেন, তারা আরিজোনায় টেলিভিশন বিজ্ঞাপন ও মেইল খাতে ব্যায় করবেন ২০ লাখ ডলার। ওদিকে মঙ্গলবার বার্নি স্যান্ডার্স যে দুটি র্যা লিতে যোগ দেবেন তাতে যুব সমাজের ভিতর বড় ধরনের প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন