News71.com
 International
 18 Oct 16, 12:23 PM
 296           
 0
 18 Oct 16, 12:23 PM

প্রেমের দায়ে কাঠগড়ায় প্রেমিকা …..

প্রেমের দায়ে কাঠগড়ায় প্রেমিকা …..

নিউজ ডেস্ক : মস্কো স্টেট বিশ্ববিদ্যালয়ের দর্শনের বিশ বছরের এই রুশ তরুণীটির নাম ভারভারা কারাওলোভা। ফেসবুকে যার সঙ্গে তার প্রেম হয়, তিনি হলেন আইএসের জঙ্গি! সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে আইএসের হয়ে লড়ছেন তিনি। প্রেমিকের কাছে যাওয়া তো দূরের কথা, জঙ্গির সঙ্গে যোগসূত্রের অভিযোগে তরুণীকে এখন দাঁড়াতে হলো আদালতের কাঠগড়ায়।

জানা যায়, রাশিয়ার নৃতাত্ত্বিক গোষ্ঠীর এই তরুণী এখন যদি দোষী সাব্যস্ত হন, তাহলে তার পাঁচ বছরের কারাদণ্ড হতে পারে। তবে আদালতে ওই তরুণী জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ওই ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়। ভালো লাগা থেকে ভালোবাসা। তিনি শুধু ভালোবেসেছেন। যুদ্ধে জড়ানোর কোনো ইচ্ছা তার ছিল না। শুধু ভালোবাসার মানুষটির সঙ্গে থাকতে চেয়েছেন। তবে পছন্দের এই মানুষটি বিভিন্ন নাম ব্যবহার করতেন। কখনো ভ্লাদ, কখনো আরতুর সোকোলোভ, আবার কখনো আদম। কিন্তু তার আসল নাম যে আইরাত সামাতোভ, তা সবশেষে জানতে পারলেন ওই তরুণী।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন