
আন্তর্জাতিক ডেস্কঃ এই বিষয়ে তিনি ইয়েমেনের বিবদমান সব পক্ষগুলোর কাছ থেকে আশ্বাস পেয়েছেন বলে জানিয়েছেন জাতিসংঘ দূত ইসমাইল উদ শেখ আহমেদ । ইয়েমেনের হুতি বিদ্রোহীরা রাজধানী সানাসহ দেশটির অধিকাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। নিয়ন্ত্রণ ফিরে পেতে দেশটির প্রেসিডেন্ট আব্দরাব্বু মনসুর হাদির অনুগত বাহিনী হুতি বিদ্রোহীদের সঙ্গে লড়াই করছে। হাদির পক্ষ হয়ে সৌদি আরবের নেতৃত্বাধীন আরব জোট বাহিনী হুতি অবস্থানগুলোর ওপর বিমান হামলা চালাচ্ছে।
সানায় এক জানাযায় সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় ১৪০ জন নিহত হওয়ার পর আন্তর্জাতিক মহলের ব্যাপক প্রতিক্রিয়ার রেশ ধরেই শেখ আহমেদের ঘোষণাটি এল। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হুতি বিদ্রোহীদের কয়েকজন নেতাকে লক্ষ্য করে হামলাটি চালানোর কথা ছিল, কিন্তু গোয়েন্দা তথ্যের বিভ্রান্তিতে ভুল জায়গায় হামলা চালানো হয়।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইয়েমেনে নিযুক্ত জাতিসংঘের শান্তিদূত সবাই ইয়েমেনের গৃহযুদ্ধের বিবদমান পক্ষগুলোকে আশু যুদ্ধবিরতি ঘোষণার জন্য আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে শেখ আহমেদ বলেছেন, “ইয়েমেনের সব দলগুলো ১০ এপ্রিল, ২০১৬-র যুদ্ধবিরতির শর্তাবলী মেনে চলার প্রতিশ্রুত পুনর্ব্যক্ত করেছে।”
ইয়েমেনের স্থানীয় সময় ২০১৬-র ১৯ অক্টোবর রাত ১১টা ৫৯ মিনিট থেকে ওই শর্তাবলী ৭২ ঘন্টার জন্য ‘পুনরায় কার্যকর’ হবে বলে জানিয়েছেন তিনি। সাময়িক এই যুদ্ধবিরতি নবায়নযোগ্য বলেও জানিয়েছেন তিনি।
এই সাময়িক যুদ্ধবিরতি ইয়েমেনি জনগণকে আরো রক্তপাত থেকে নিষ্কৃতি দিবে এবং তাদের জন্য পর্যাপ্ত মানবিক ত্রাণ সহায়তা পাঠানোর পথ প্রশস্ত করবে।”
এর আগে ইয়েমেনি পররাষ্ট্রমন্ত্রী আব্দেল মালেক আল মেখলাফি জানিয়েছেন, প্রেসিডেন্ট হাদি ৭২ ঘন্টব্যাপী সাময়িক যুদ্ধবিরতি মেনে নিয়েছেন।