News71.com
 International
 18 Oct 16, 02:05 PM
 319           
 0
 18 Oct 16, 02:05 PM

আইএসের জঙ্গি হামলার শঙ্কায় তুরস্কের আঙ্কারায় জনসমাবেশে নিষেধাজ্ঞা

আইএসের জঙ্গি হামলার শঙ্কায় তুরস্কের আঙ্কারায় জনসমাবেশে নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক নিউজঃ আঙ্কারার গভর্নর কার্যালয় থেকে দেওয়া এক নির্দেশে নভেম্বরের শেষ পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে বলা হয়েছে। ইসলামিক স্টেটকে (আইএস) তুরস্কের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত থেকে হটিয়ে দেওয়ার উদ্দেশ্যে গত দুইমাস ধরে সিরিয়ায় সামরিক অভিযান শুরু করেছে তুরস্ক। এই অভিযানে সিরিয়ার তুরস্কপন্থি বিদ্রোহীদেরও সমর্থন দিচ্ছে অভিযানরত তুর্কি বাহিনী।

গত বছর আইএস ও কুর্দি বিদ্রোহীরা আঙ্কারায় বেশ কয়েকটি বোমা হামলা চালিয়েছিল। চলতি মাসেও আঙ্কারায় পুলিশকে লক্ষ্য করে একটি গাড়িবোমা বিস্ফোরণ ঘটায় সন্দেহভাজন কুর্দি ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সদস্যরা। নিজেদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে গভর্নর কার্যালয় বলে, “গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে সরকার নিশ্চিত হয়েছে, অবৈধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো আমাদের প্রদেশে হামলা চালানোর লক্ষ্য নিয়ে কিছু প্রস্তুতি সম্পন্ন করেছে।”

এত আরো বলা হয়, আঙ্কারা প্রদেশের (রাজধানী শহর ও আশপাশের টাউনগুলো নিয়ে গঠিত) জনসভা ও প্রতিবাদ মিছিলগুলোকে জঙ্গিরা লক্ষ্যস্থল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি জরুরি আইএনের অধীনে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে বলে জানানো হয়েছে। ১৫ জুলাই এক ব্যর্থ সামরিক অভ্যুত্থান চেষ্টার পর জরুরি ওই আইনটি আরোপ করা হয়।

প্রায় এক বছর আগে আঙ্কারার রেল স্টেশনে এক আত্মঘাতী বোমা হামলায় শতাধিক লোক প্রাণ হারিয়েছিল। ওই বোমা হামলার দায় স্বীকার করেছিল আইএস।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন