News71.com
 International
 18 Oct 16, 02:10 PM
 331           
 0
 18 Oct 16, 02:10 PM

ভিয়েতনামে হেলিকপ্টার বিধ্বস্ত ……

ভিয়েতনামে হেলিকপ্টার বিধ্বস্ত ……

নিউজ ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ব রিয়া ভুং তাউ প্রদেশে মঙ্গলবার সকালে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ মহড়া শুরুর ১৫ মিনিটের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।

অনলাইন সংবাদপত্র তিয়েন ফংয়ের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হো চি মিন সিটির ৮০ কিলোমিটার দূরে ব রিয়া ভুং তাউয়ের দিনহ পর্বতে আগুন দেখা যায়। হেলিকপ্টার দুর্ঘটনা থেকে সেখানে এ আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।

প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ভু নগোক থাও জানান, সেন্ট্রাল অ্যাভিয়েশন কোম্পানি হেলিকপ্টারটির মালিক। দুর্ঘটনার সময় এতে দু’জন পাইলট ছিল।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন