
নিউজ ডেস্ক : ভিয়েতনামের দক্ষিণাঞ্চলীয় ব রিয়া ভুং তাউ প্রদেশে মঙ্গলবার সকালে একটি প্রশিক্ষণ হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণ মহড়া শুরুর ১৫ মিনিটের মধ্যেই এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম একথা জানায়।
অনলাইন সংবাদপত্র তিয়েন ফংয়ের খবরে বলা হয়, স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটের দিকে হো চি মিন সিটির ৮০ কিলোমিটার দূরে ব রিয়া ভুং তাউয়ের দিনহ পর্বতে আগুন দেখা যায়। হেলিকপ্টার দুর্ঘটনা থেকে সেখানে এ আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
প্রাদেশিক পরিবহন বিভাগের পরিচালক ভু নগোক থাও জানান, সেন্ট্রাল অ্যাভিয়েশন কোম্পানি হেলিকপ্টারটির মালিক। দুর্ঘটনার সময় এতে দু’জন পাইলট ছিল।