
নিউজ ডেস্কঃ ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) শেষ বড় ধরনের শক্তিকেন্দ্র মসুল পুনরুদ্ধারের অগ্রগতি দাবি করেছে ইরাকি সরকারি ও কুর্দি বাহিনীগুলো। আজ ইরাকি সেনাবাহিনী ও কুর্দি পেশমেরগা বাহিনী পৃথক বিবৃতিতে অভিযানের প্রথম ২৪ ঘন্টায় পাওয়া সাফল্য তুলে ধরেছে।
এসব বিবৃতিতে বলা হয়েছে, মসুলের পূর্ব, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিকের মোট ২০টি গ্রাম জঙ্গিদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। ইরাকি সেনাবাহিনী দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে মসুলে হামলা শুরু করেছে, অপরদিকে পেশমেরগা পূর্বদিক থেকে মসুলমুখি অভিযান শুরু করেছে।
মসুলের উত্তর ও উত্তর-পূর্ব দিকেও পেশমেরগা বাহিনী মোতায়েন করা হয়েছে। বাহিনীটি জানিয়েছে, তারা কুর্দি নিয়ন্ত্রিত প্রদেশের রাজধানী এরবিল থেকে মসুলগামী পশ্চিমমুখি মহাসড়কের ৮০ কিলোমিটার অংশের নিয়ন্ত্রণ গ্রহণ করেছে।
বাহিনীটির বিবৃতিতে বলা হয়, ওই এলাকায় পেশমেরগা বাহিনীর অভিযানের সমর্থনে জোট বাহিনীর বিমানগুলো আইএসের ১৭টি অবস্থানে হামলা চালিয়েছে। এ সময় বিমান হামলায় অন্তত চারটি গাড়িবোমা ধ্বংস হয়েছে বলেও জানিয়েছে।
তবে ইরাকি সেনাবাহিনী ও পেশমেরগার বিবৃতিতে সামরিক বা বেসামরিক হতাহতের কোনো বিবরণ দেওয়া হয়নি।
সোমবার ভোরে আইএসের বিরুদ্ধে অভিযানরত যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার ছত্রছায়ায় মসুলমুখি অভিযান শুরু করে ইরাকি সেনাবাহিনী ও কুর্দি পেশমেরগা বাহিনী।
এর আগে ভোররাতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি মসুল অভিযানের ঘোষণা দেন। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি ২০১৪ সালে আইএসের দখলে চলে যায়। তারপর থেকে গত দুই বছর ধরে শহরটি কট্টরপন্থি উগ্রগোষ্ঠীটির নিয়ন্ত্রণে আছে।
মসুলের পতন হলে তা ইরাকের লড়াইয়ে আইএসের পরাজয় হিসেবে বিবেচিত হবে। আইএস ইরাকের প্রতিবেশী সিরিয়ারও বেশ কিছু অংশ দখল করে রেখেছে।বর্তমানে সিরিয়া ও ইরাক মিলিয়ে আইএসের নিয়ন্ত্রণে থাকা শহরগুলোর মধ্যে মসুল বৃহত্তম। এই শহরটিতে প্রায় ১৫ লাখ মানুষ বসবাস করেন। ২০১৪ সালে এই শহরটি থেকেই ইরাক ও সিরিয়ার দখলকৃত অংশে ‘খিলাফত’ ঘোষণা করেছিল জঙ্গিগোষ্ঠীটি।