News71.com
 International
 18 Oct 16, 08:00 PM
 371           
 0
 18 Oct 16, 08:00 PM

ভারতের রাস্তায় ৮ লাখ রুপির মোটরসাইকেল ……

ভারতের রাস্তায় ৮ লাখ রুপির মোটরসাইকেল ……

 

নিউজ ডেস্ক : বাইকপ্রেমীদের আকৃষ্ট করতে ভারতের বাজারে ৯০০ সিসির মোটরসাইকেল নিয়ে এসেছে ট্রাইয়াম্ফ। বোনেভিল টি-১০০ নামে এই বাইকটি দিল্লিতে দাম পড়বে ৭ লক্ষ ৭৮ হাজার রুপি। সম্প্রতি জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারমোট মোটরসাইকেল শো'তে প্রদর্শিত হয় ব্রিটিশ বাইক প্রস্তুতকারী সংস্থা ট্রাইয়াম্ফের বোনেভিল টি-১০০। এরপর মঙ্গলবার দিল্লিতে আনুষ্ঠানিকভাবে বাইকটি লঞ্চ করেছে।

গত শতকের পঞ্চাশের দশকের অরিজিন্যাল বোনেভিলের সঙ্গে নতুন বাইকটির উত্তরাধিকার সূত্রে কিছুটা মিল রাখা রয়েছে। তবে, অনেক বৈচিত্র্যও আনা হয়েছে। মর্ডান ক্লাসিক ট্যাগের পাশাপাশি রয়েছে মাল্টি-ফাংশনাল ক্লাস্টার, অ্যানালগ স্পিডোমিটার, অ্যানালগ টেকোমিটার। এছাড়া রয়েছে ৫-স্পিড গিয়ার বক্স।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন