News71.com
 International
 18 Oct 16, 08:19 PM
 393           
 0
 18 Oct 16, 08:19 PM

ব্রিটেনের পার্লামেন্টের ভেতর ধর্ষণ গ্রেপ্তার ১ ।।

ব্রিটেনের পার্লামেন্টের ভেতর ধর্ষণ গ্রেপ্তার ১ ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ গণতন্ত্রের পীঠস্থানে ধর্ষণ! ব্রিটেনে পার্লামেন্টের মধ্যে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল লন্ডন পুলিশ। জানা গেছে, দিন কয়েক আগে সংসদের মধ্যে একটি ধর্ষণের ঘটনায় ২৩ বছরের ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তের নাম জানা যায়নি। তবে ধৃত ব্যক্তি পার্লামেন্টের সদস্য নয় ।

হাউস অফ কমনস-এর এক মুখপাত্রের কথায়, ব্রিটেনের গর্বের স্থাপত্যের মধ্যে অন্যতম টেমস-এর তীরে এই সংসদভবন। কড়া নিরাপত্তা থাকে সব সময়ই। তারপরেও কী করে এই ধরনের ঘটনা ঘটল, তা বোঝা যাচ্ছে না। পূর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন