News71.com
 International
 18 Oct 16, 08:42 PM
 389           
 0
 18 Oct 16, 08:42 PM

নাইজেরিয়া ৯২ বছরে ১০৭ বিয়ে, আরও বউ চান আবুবকর ।।

নাইজেরিয়া ৯২ বছরে ১০৭ বিয়ে, আরও বউ চান আবুবকর ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ নাম তার মহম্মদ বেলো আবুবকর। বয়স ৯২। ৯৭ স্ত্রী নিয়ে তার সুখের সংসার। শুধু একটাই কষ্ট- ১০টি বিয়ে তার টেকেনি। মানে সব মিলিয়ে বিয়ে করেছিলেন ১০৭ খানা। তবে আরও বিয়ে করে সেই কষ্ট দূর করতে চান তিনি ।

আবুবকর তার ৯৭ স্ত্রীকেই সময় দিচ্ছেন সুন্দরভাবে। তার ইচ্ছা- যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যাবেন এই বৈবাহিক প্রক্রিয়া। সাম্প্রতিককালে, রটে গিয়েছিল, যাজক আবুবকরের নাকি মৃত্যু হয়েছে৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করতেই লোকসমক্ষে দেখা দিলেন যাজক ।

নাইজেরিয়ার আবুবকর জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় তিনি আরও বিয়ে করতে চান। আর যারা এই কাজের সমালোচনা করছেন, তারা খুব ভুল করছেন বলে মত প্রকাশ করেছেন যাজক ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন