
আন্তর্জাতিক ডেস্কঃ নাম তার মহম্মদ বেলো আবুবকর। বয়স ৯২। ৯৭ স্ত্রী নিয়ে তার সুখের সংসার। শুধু একটাই কষ্ট- ১০টি বিয়ে তার টেকেনি। মানে সব মিলিয়ে বিয়ে করেছিলেন ১০৭ খানা। তবে আরও বিয়ে করে সেই কষ্ট দূর করতে চান তিনি ।
আবুবকর তার ৯৭ স্ত্রীকেই সময় দিচ্ছেন সুন্দরভাবে। তার ইচ্ছা- যতদিন বাঁচবেন, ততদিন ধরে চালিয়ে যাবেন এই বৈবাহিক প্রক্রিয়া। সাম্প্রতিককালে, রটে গিয়েছিল, যাজক আবুবকরের নাকি মৃত্যু হয়েছে৷ আর এই খবর প্রকাশ্যে আসতেই হইচই শুরু হয়ে যায় সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে। কিন্তু সেই তথ্য ভুল প্রমাণ করতেই লোকসমক্ষে দেখা দিলেন যাজক ।
নাইজেরিয়ার আবুবকর জানিয়েছেন, ঈশ্বরের কৃপায় তিনি আরও বিয়ে করতে চান। আর যারা এই কাজের সমালোচনা করছেন, তারা খুব ভুল করছেন বলে মত প্রকাশ করেছেন যাজক ।