আন্তর্জাতিক ডেস্ক : জিম্বাবুয়ের রাজধানী হারারেতে দুই বাসের মুখামুখি সংঘর্ষে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৩৬ জন। আহতদের সকলকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। গতকাল শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় পুলিশের মুখপাত্র জানান, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে মিনিবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। চলন্ত অবস্থায় একটি বাসের টায়ার বিস্ফোরণে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসটিকে ধাক্কা দিলে এ ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর উভয় বাসের চালকসহ ২৮ জন ঘটনাস্থলেই মারা যান। বাকি দুইজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে তারা মারা যান।
উল্লেখ্য কিছুদিন আগেও টায়ার বিস্ফোরণে বাস সংঘর্ষের ঘটনায় পাঁচজন নিহত হওয়ার খবর স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশ হয়।