
আন্তর্জাতিক ডেস্কঃ সড়ক দুর্ঘটনায় আহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাতিজা এবং তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য অভিষেক ব্যানার্জিকে বেলভিউ নার্সিংহোমে ৭২ ঘণ্টার বিশেষ পর্যবেক্ষণে রাখা হয়েছে ।
সূত্রে জানা গেছে, সিটি স্ক্যান-এক্সরে করা হয়েছে। অভিষেকের বাঁ চোখের নিচের হাড় ভেঙে গেছে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল। একই সঙ্গে ১৪ জন চিকিত্সকের বিশেষ টিম গঠন করা হয়েছে। তবে আপাতত অবস্থা স্থিতিশীল। ঘটনার তদন্তে নেমেছে সিআইডি ও এসটিএফ ।
এর আগে, গতকাল মঙ্গলবার বিকালে বহরমপুর থেকে কলকাতায় ফেরার পথে সিঙ্গুরে সড়ক দুর্ঘটনায় পড়ে অভিষেকের গাড়ি ।