News71.com
 International
 05 Mar 16, 02:06 AM
 845           
 0
 05 Mar 16, 02:06 AM

হোয়াইট হাউজে নতুন প্রেসিডন্ট আসার পর ওবামার গন্তব্য কোথায় !!

হোয়াইট হাউজে নতুন প্রেসিডন্ট আসার পর ওবামার গন্তব্য কোথায় !!

নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের  নবনির্বাচিত প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামা শিকাগোতে স্থায়ীভাবে বসবাস করার পরিকল্পনা করেছেন । তবে হোয়াইট হাউজ ছাড়ার পরও বেশ কিছুদিন রাজধানী ওয়াশিংটনেই অবস্থান করবেন ওবামা ।

উল্লেখ্য আগামি ২০১৭ সালে নতুন প্রেসিডন্ট আসার পর হোয়াইট হাউজ ছাড়লেও ওবামা ওয়াশিংটনেই থাকবেন কিছুদিনের জন্য। গত বৃহস্পতিবার উইসকনসিনে এক ব্যক্তির প্রশ্নের জবাবে ওবামা জানান, অভিজাত একাডেমি সিডওয়েল ফ্রেন্ডস থেকে তার ১৪ বছর বয়সী মেয়ে শাসার শিক্ষা শেষ হওয়া পর্যন্ত পরিবার নিয়ে ওয়াশিংটনেই থাকার পরিকল্পনা রয়েছে তার।

সাধারণত,হোয়াইট হাউজ ছাড়ার পর যুক্তরাষ্ট্রের কোনো প্রেসিডেন্ট রাজধানী ওয়াশিংটনে থাকেন না। ব্যতিক্রম ছিলেন শুধুমাত্র ২৮তম প্রেসিডেন্ট উড্রো উইলসন। ১৯১৩ থেকে ১৯২১ সাল পর্যন্ত হোয়াইট হাউসের বাসিন্দা উড্রো উইলসন বাকি জীবন রাজধানীতেই কাটিয়েছিলেন।

ওবামা পরিবার শিকাগোতে বসবাসের পরিকল্পনা করছেন। সেখানে তাদের বাড়িও রয়েছে এবং ফার্স্ট লেডি মিশেল ওবামার পরিবারও সেখানেই থাকেন। ৫৫ বছর বয়সী ওবামা সেখানে তার প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি প্রতিষ্ঠা করছেন। অবসর সময়ে লাইব্রেরিতে সময় দিতে চান বলে জানিয়েছেন তিনি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন