News71.com
 International
 19 Oct 16, 01:44 PM
 344           
 0
 19 Oct 16, 01:44 PM

ভারতের মুম্বাইয়ে বিমানবন্দরের কাছে ড্রোন ।।

ভারতের মুম্বাইয়ে বিমানবন্দরের কাছে ড্রোন ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের মুম্বাইয়ে বিমানবন্দরের কাছে একটি ড্রোনের গতিবিধি নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে বিমানবন্দরের কাছেই ড্রোনটি দেখতে পান বিমানের পাইলট ।

৬ই-৭৫৫ বিমানটি দেরাদুন থেকে শিবাজী বিমানবন্দরে পৌঁছানোর পর ১০০ মিটার উপরে থাকাকালীন সময়েই একটি নীল ও গোলাপী রঙের ড্রোন নজরে আসে পাইলটের। আতঙ্কিত হয়ে বিমান অবতরণের পরপরই এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ওই ড্রোনের বিষয়ে জানান তিনি ।

মাত্র কয়েকদিন আগেই গোয়েন্দা সূত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, পাক জঙ্গিরা ভারতের বিভিন্ন অংশে হামলা চালাতে ড্রোনের সাহায্য নিতে পারে। হামলা চালানোর পাশাপাশি লক্ষ্য ঠিক করতেও জঙ্গিরা ড্রোন ব্যবহার করতে পারে বলে জানিয়েছিল গোয়েন্দারা। আর একারণেই বিমানবন্দরে ড্রোনের অস্তিত্ব সহজভাবে দেখছে না ভারত ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন