News71.com
 International
 19 Oct 16, 01:46 PM
 339           
 0
 19 Oct 16, 01:46 PM

আমেরিকার উত্তর নেভাডায় ভয়াবহ দাবানল

আমেরিকার উত্তর নেভাডায় ভয়াবহ দাবানল

 

আন্তর্জাতিক ডেস্কঃ আমেরিকায় উত্তর নেভাডার বিস্তীর্ণ বনাঞ্চল রবিবার থেকে জ্বলছে। প্রবল বাতাসে আগুন দ্রুত উত্তর দিকে ছড়াচ্ছে। ওয়াশু উপত্যকায় আগুনের গ্রাসে নষ্ট হয়েছে তিন হাজার ৪০০ একর জমি। ভস্মীভূত হয়েছে বেশ কয়েকটি বাড়ি। আগুনের উত্তাপে বাড়ছে এলাকার তাপমাত্রা।

প্রবল হাওয়ায় ছড়াচ্ছে আগুন। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত বাসিন্দাদের বাইরে বেরতে নিষেধ করেছে স্থানীয় প্রশাসন। দমকল কর্মকর্তা চার্লি মুর বলেন, উত্তাপে গাছপালা সব ঝলসে যাচ্ছে। প্রাণহানির আশঙ্কা না থাকলেও, বিষাক্ত ধোঁয়ায় স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই বাসিন্দাদের আপাতত ঘরে থাকার পরামর্শ দেয়া হচ্ছে।

দুদিনের হাল্কা বৃষ্টিতেও নেভেনি আগুন। আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ৪৫০ জন দমকল কর্মী। কীভাবে আগুন লাগল, তাও এখনও স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, কোথাও বনভোজন চলাকালে জঙ্গলে আগুন ধরে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন