News71.com
 International
 19 Oct 16, 07:00 PM
 325           
 0
 19 Oct 16, 07:00 PM

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে চার পুলিশ আহত

জার্মানিতে বন্দুকধারীর গুলিতে চার পুলিশ আহত

আন্তর্জাতিক ডেস্কঃ আজ ন্যুরেমবার্গ শহরের দক্ষিণের টাউন গেওর্গেন্সমুন্ডে এ ঘটনা ঘটে। বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে পুলিশ। টাউনের পৌরসভা ভবনে প্রবেশ করার সময় ওই ব্যক্তিকে তল্লাশি করে তার কাছে অস্ত্র পায় পুলিশ। বৈধ ওই অস্ত্রটি রেখে যেতে বলায় ওই বন্দুকধারী পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে।

সে ডানপন্থি ‘রাইখ সিটিজেন’ গোষ্ঠীর সদস্য বলে জানিয়েছে পুলিশ। এই গোষ্ঠীটি দ্বিতীয় বিশ্বযুদ্ধ কালের জার্মান রাইখের শাসন অব্যাহত রাখার পক্ষে প্রচারণা চালায়। পুলিশের সঙ্গে গোলাগুলির ঘটনায় ৪৯ বছর বয়সী ওই ব্যক্তিও সামান্য আহত হয়েছেন।

আহত পুলিশদের কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ, তবে বিস্তারিত আর কিছু জানায়নি।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন