
আন্তর্জাতিক ডেস্ক: গর্ভপাত নারীর একান্ত ব্যক্তিগত অধিকার বলে মন্তব্য করে হিলারি ক্লিনটন বলেছেন, আমি মনে করি প্রত্যেক নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবেগপূর্ণ একটি সিদ্ধান্ত এটি। আর তা নেয়ার অধিকার তাদের আছে।
ট্রাম্পের সঙ্গে শেষ বিতর্কে গর্ভপাত আইন নিয়ে প্রশ্নে ট্রাম্পের কথার জবাবে হিলারি এ কথা বলেছেন। আর এর আগে ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট হলে গর্ভপাত না করার পক্ষে অবস্থান নেবেন। গর্ভপাত না করার বিষয়ে বিভিন্ন আদালতের দেয়া রায়গুলো টিকে থাকবে বলেই মত দেন তিনি।
এটির উত্তরে হিলারি ট্রাম্পের সমালোচনা করে বলেছেন, ট্রাম্প এর আগে বলেছে, গর্ভপাতের জন্য নারীদের শাস্তি হওয়া উচিত। সে আসলে কোন যুগে বাস করছে আমি জানি না। আমরা অনেক দূর এগিয়ে গেছি। এখন আর পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই।
আবার, এদিকে ট্রাম্প হিলারির সমালোচনায় বলেছেন, একজন মায়ের গর্ভ থেকে তার বাচ্চাকে টেনে হিঁচড়ে বের করে ফেল হিলারি সমর্থন করতে পারে। কিন্তু আমি সেটা পারি না।