
আন্তর্জাতিক ডেস্ক: ট্রাম্পের সঙ্গে হাত না মিলিয়ে শুধু উপস্থাপকের সঙ্গে হাত মিলিয়ে বিতর্ক মঞ্চ ত্যাগ করলেন মার্কিন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটন। আর এর আগে আগ্নেয়াস্ত্র, গর্ভপাত, মাইগ্রেশন ও ট্যাক্স নিয়ে বেশ তেতো আলাপ চলে ট্রাম্প ও হিলারির মধ্যে।
হিলারি আগ্নেয়াস্ত্র, গর্ভপাত, মাইগ্রেশন ও চলতি ট্যাক্স ব্যবস্থাকে সমর্থন করে। কিন্তু অন্যদিকে এই বিষয়গুলো নিয়ে তীব্র সমালোচনরা পাশাপাশি হিলারিকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে ট্রাম্প। প্রতি উত্তরে হিলারিও ট্রাম্পের ব্যক্তিগত ট্যাক্স প্রদান বিষয়টি সামনে আনে এবং এ ছাড়াও গর্ভপাত ও মাইগ্রেশন বিষয়ে বিভিন্ন সময় ট্রাম্পের করা মন্তব্যের সমালোচনা করেন।