
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরের নিয়ন্ত্রণ রেখার ভারতীয় নিরাপত্তা ঘাঁটির আশপাশে অতিরিক্ত সেনা ও বিমানবাহিনী মোতায়েন করেছে ভারত। আজ বৃহস্পতিবার পাকিস্তানের সিনেটর মুশাহিদ হুসাইন ইসলামাবাদে গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
সিনেট প্রতিরক্ষা স্টান্ডিং কমিটির এ চেয়ারম্যান ভারত ও আফগানিস্তানের সঙ্গে পররাষ্ট্রবিষয়ক সম্পর্কের বিষয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এ তথ্য জানান। তিনি বলেন, পাক-ভারত উত্তেজনার পর নিয়ন্ত্রণ রেখায় অতিরিক্ত সৈন্য মোতায়েন করেছে ভারত।
পাকিস্তানের এই সিনেটর বলেন, নিয়ন্ত্রণ রেখার কাছে ঘাঁটিগুলোতে ভারত বিমানবাহিনীর যুদ্ধবিমান এসইউ-৩৫ মোতায়েন করেছে। পাকিস্তানের সশস্ত্র বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে এবং ভারতের যে কোনো ধরনের পদক্ষেপের যথাযথ জবাব দিতে প্রস্তুত রয়েছে তার দেশ।
চলতি সপ্তাহে ভারতের গোয়ায় ব্রিকস সম্মেলনে পাকিস্তানকে নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের নিন্দা জানিয়েছেন এই সিনেটর।