
নিউজ ডেস্কঃ কুর্দি বাহিনী মসুলের কাছে ইসলামিক স্টেট গ্রুপের দখলে থাকা বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার নতুন করে অভিযান শুরু করেছে। ইরাকে জিহাদিদের সর্বশেষ গুরুত্বপূর্ণ শক্তিশালী এ ঘাঁটির পুনরায় নিয়ন্ত্রণ নেয়ার অভিযান জোরদার করতেই তারা এ হামলা শুরু করেছে।
এএফপি’র প্রতিবেদকরা জানান, ইরাকের স্বায়ত্বশাসিত কুর্দি অঞ্চলের পেশমার্গা বাহিনী মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলার সমর্থনে ভোরে বাশিকার কাছের বিভিন্ন গ্রাম লক্ষ্য করে এ অভিযান চালায়।
নাওয়ারান গ্রামে এ অভিযানে কুর্দিস্তান ফ্রিডম পার্টির ইরানি কুর্দি বিদ্রোহীরাও অংশ নেয়।
পেশমার্গা কমান্ডের দেয়া এক বিবৃতিতে বলা হয়, মসুলের উত্তর ও উত্তরপূর্বে স্থানীয় সময় সকাল ৬ টায় ব্যাপক অভিযান শুরু করা হয়। এসব এলাকা থেকে জিহাদিদের উৎখাত করাই এ অভিযানের লক্ষ্য। বিবৃতিতে আরো বলা হয়, সেখানে তিন দিক থেকে এ অভিযান চালানো হচ্ছে।