News71.com
 International
 20 Oct 16, 07:43 PM
 301           
 0
 20 Oct 16, 07:43 PM

ফিলিস্তিনী ভূখন্ডে ইসরাইলী বসতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান

ফিলিস্তিনী ভূখন্ডে ইসরাইলী বসতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নিরাপত্তা পরিষদের প্রতি আহবান

নিউজ ডেস্কঃ বাংলাদেশ অধিকৃত ফিলিস্তিন ভূখন্ডে অবৈধ ইসরাইলী বসতি স্থাপনের বিরুদ্ধে একটি প্রস্তাব গ্রহণের জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহবান জানিয়েছে। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্টদূত মাসুদ বিন মোমেন গতকাল এক উন্মুক্ত আলোচনায় বক্তৃতাকালে এ আহবান জানিয়ে বলেন, অব্যাহত ইসরাইলী বসতি স্থাপন মধ্য প্রাচ্য শান্তি প্রক্রিয়ায় একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।

রাষ্ট্রদূত মোমেন ইসরাইল-ফিলিস্তিন বিরোধ মিমাংসায় একটি শান্তিপূর্ণ, ন্যায় ও টেকসই সমাধানের পথ খুঁজে বের করার আহবান জানান। আজ এখানে প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।

তিনি ফিলিস্তিনি জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং তাদের একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আইনগত প্রত্যাশার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেন। তিনি অধিকৃত ভূখন্ডে আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলতে ইসরাইলকে উদ্বুদ্ধ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানান।

তিনি অধকৃত গাজা ভূখন্ডে প্রায় ১০ বছরের অধিক সময় ইসরাইলী অবরোধে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
মাসুদ বীন ওমর ফিলিস্তিনি ভ’খন্ডে ইসরাইলী দখলদারিত্বের ৫০ বছর পূর্তি পালনের প্রস্তাবে বাংলাদেশের সমর্থন ব্যক্ত করেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন