News71.com
 International
 21 Oct 16, 11:37 AM
 328           
 0
 21 Oct 16, 11:37 AM

সুস্থ হয়ে ঊঠছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে তদন্ত

সুস্থ হয়ে ঊঠছেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এগোচ্ছে তদন্ত

আন্তর্জাতিক ডেস্কঃ তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে খুনের চেষ্টা করা হয়েছে, এমনই অভিযোগ দায়ের করেছিলেন তাঁর কনভয়ের এক পুলিশকর্মী। সেই ষড়যন্ত্র-মামলায় পুলিশ তাকিয়ে রয়েছে আক্রান্ত দু’টি গাড়ির ফরেন্সিক ও মেকানিক্যাল রিপোর্টের দিকে।

গত মঙ্গলবার মুর্শিদাবাদের কর্মিসভা থেকে ফেরার পথে সিঙ্গুরের কাছে একটি দুধের গাড়িতে ধাক্কা মেরে উল্টে যায় অভিষেকের গাড়ি। ওই গাড়ি দু’টি থেকে নমুনা সংগ্রহ করেছেন বিশেষজ্ঞরা। নমুনা পরীক্ষা করে তাঁরা জানাবেন, গাড়ি দু’টিতে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না। একই সঙ্গে সাংসদের গাড়ির চালক সুস্থ হওয়ার পর তাঁর সঙ্গেও কথা বলবেন তদন্তকারীরা।

চিকিত্সকেরা জানিয়েছেন, অভিষেকের অবস্থা এখন স্থিতিশীল। হাল্কা জ্বর রয়েছে কেবল। গতকাল বৃহস্পতিবারও চলেছে স্যালাইন, অক্সিজেন। অভিষেকের বাঁ চোখের নীচে অরবিটের হাড়টি দুর্ঘটনায় ভেঙে গিয়েছে। চিকিত্সকেরা জানিয়েছেন, আজ অথবা আগামীকাল শনিবার চক্ষু বিশেষজ্ঞ ও ম্যাক্সিওফেশিয়াল সার্জনরা তাঁকে পরীক্ষা করে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।

অন্য দিকে সিআইডি সূত্রের খবর, অভিযোগের কাগজপত্র জেলা পুলিশের হাত থেকে এখনও না আসায় তাঁরা সরকারি ভাবে তদন্ত শুরু করতে পারেননি। তবে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো সিআইডির শীর্ষ কর্তা একটি বিশেষ টিম বা সিট গঠন করেছেন। এ দিন মুখ্যমন্ত্রী সিঙ্গুরে থাকায় জেলা পুলিশের কর্তারা তা নিয়েই ব্যস্ত ছিলেন, তাই আজ, শুক্রবার ওই মামলার সব নথি তুলে দেওয়া হবে সিআইডির হাতে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন