
আন্তর্জাতিক ডেস্কঃ চীনের সাথে এ যাবৎকালের সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি করেছে পাকিস্তান। এই চুক্তির শর্তানুযায়ী পাকিস্তানকে ৮টি আক্রমণাত্মক সাবমেরিন দেওয়ার ঘোষণা দিয়েছে চীন।
পাকিস্তানের সঙ্গে ওই প্রতিরক্ষা চুক্তির কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে বেজিং। ২০২৩ সালের মধ্যে প্রথম ৪টি সাবমেরিন ইসলামাবাদকে হস্তান্তরিত করবে বেজিং। এরপর আরও ৪টি সাবমেরিন হস্তান্তর করা হবে ২০২৮ সালের মধ্যে।
৪টি সাবমেরিন তৈরি করা হবে করাচিতে। এবং, বাকি ৪টি তৈরি হবে চীনে।
বিশেষজ্ঞদের অনুমান, আরব সাগরেই ওই সাবমেরিনগুলো মোতায়েন করবে পাকিস্তান। ভারতকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিতেই চীনের কাছ থেকে পাকিস্তান ওই সাবমেরিন কিনছে।