
নিউজ ডেস্কঃ অধিকার ভিত্তিক ৮টি সংগঠন মরক্কোর মারাকাশে আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য বিশ্ব জলবায়ু সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধি দলকে একটি স্বচ্ছ এবং অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়া অনুসরণের আহ্বান জানিয়েছেন। জলবায়ু পরিবর্তন নিয়ে কাজ করছে এমন ৮টি সংগঠনের একতাবদ্ধ নেটওয়ার্ক শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান।
'কপ-২২ বিশ্ব জলবায়ু সম্মেলন: নাগরিক সমাজের প্রত্যাশা' শীর্ষক সংবাদ সম্মেলনটি সঞ্চালনা করেন ইক্যুইটিবিডি'র রেজাউল করিম চৌধুরী। এতে আয়োজকদের পক্ষ থেকে মূল দাবিগুলো উপস্থাপন করেন ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের শারমিন্দ নিলর্মি।
বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এবং ফোরাম অন এনভায়রনমেন্ট জার্নালিস্ট ইন বাংলাদেশের সভাপতি কামরুল ইসলাম চৌধুরী, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুডের সমন্বয়কারী প্রদীপ কুমার রায় এবং অক্সফ্যাম বাংলাদেশের মোজাহিদুল ইসলাম নয়ন।
সংবাদ সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ ক্লাইমেট জার্নালিস্ট ফোরাম, বাংলাদেশ ইনডিজিনাস পিপলস অন ক্লাইমেট চেঞ্জ এনড বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জ ডেভেলপমেন্ট ফোরাম, কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশিপ, ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড, ইক্যুইটিবিডি এবং ফোরাম অন এনভায়রনমেন্ট জার্নালিস্ট ইন বাংলাদেশ।
আয়োজকদের পক্ষ থেকে শারমিন্দ নিলর্মি জলবায়ু আলোচনায় বাংলাদেশ প্রতিনিধি দলের কাছে আটটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরেন, সেগুলোর মধ্যে রয়েছে, ২০২০ সালের পর থেকে বাস্তবায়িত হতে যাওয়া মূল কর্মকাঠামো নিয়ে আলোচনার ক্ষেত্রে জি-৭৭ এবং চায়না গ্রুপে স্বল্পোন্নত দেশগুলোর পক্ষ থেকে বাংলাদেশকে আলোচনায় নেতৃত্ব দেয়া, বিশ্ব তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রিতে রাখার জন্য ধনী দেশগুলোকে কার্বন নিঃসরণের মাত্রা কমানোর লক্ষ্য ঠিক করা প্রভৃতি।