
আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মিরে দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় অন্তত ২৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস। দুর্ঘটনায় আহত হয়েছে আরো ৪০ জন।
স্থানীয় সূত্রের বরাত দিয়ে তারা জানায়, জম্মু কাশ্মিরের রিয়াসিতে একটি বাস দুর্ঘটনায় নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাস্থলেই অনেকে নিহত হন। বাকীরা প্রাণ হারান হাসপাতালে নেয়ার পথে।
অন্যদিকে রাজৌরিতে একটি টেম্পু খাদে পড়ে গেলে তিনজন নিহত হন। আহত হন আরো ১৪ জন। দুটিপ দুর্ঘটনা সম্পর্কে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। ইন্ডিয়ান এক্সপ্রেস