News71.com
 International
 22 Oct 16, 01:10 AM
 420           
 0
 22 Oct 16, 01:10 AM

আফগানিস্তানে নিহত দুই মার্কিন নাগরিকের পরিচয় পাওয়া গেছে

আফগানিস্তানে নিহত দুই মার্কিন নাগরিকের পরিচয় পাওয়া গেছে

আন্তর্জাতিক ডেস্কঃ পেন্টাগন আফগানিস্তানে নিহত ২ মার্কিন নাগরিককে সনাক্ত করেছে। তাদের একজন মার্কিন সেনাবাহিনীর এক সার্জেন্ট ও একজন বেসামরিক কর্মী। চলতি সপ্তাহের গোড়ার দিকে এক হামলায় তারা নিহত হন।

এরা হলেন, সার্জেন্ট ডগলাস রিনে (২৬) ও মাইকেল সরো (৪০)।
রিনেই ফোর্ট হুডে টেক্সাস ভিত্তিক ফার্স্ট ক্যাভালরি ডিভিশনে একটি সহায়ক স্কোয়াড্রন এবং সরো ওকলাহোমার ম্যাকঅ্যালেস্টারে অবস্থিত ডিফেন্স অ্যামিউনিশন সেন্টারের কর্মী ছিলেন।

এক মার্কিন কর্মকর্তা বলেন, ক্যাম্প মোরহেডের কাছে একটি সামরিক গোলাবারুদ সরবরাহ পয়েন্টে এক বন্দুকধারীর হামলায় তারা নিহত হন।

আফগান কমান্ডোডের প্রশিক্ষণে ক্যাম্প মোরেহেড ব্যবহৃত হয়।
আফগান কর্মকর্তারা বলেন, এটি একটি ‘অভ্যন্তরীণ হামলার’ ঘটনা বলে মনে হচ্ছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন