News71.com
 International
 22 Oct 16, 10:48 AM
 367           
 0
 22 Oct 16, 10:48 AM

সুভাস চন্দ্র বোস সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে নতুন ফোকাস নেতাজি ওয়েবসাইটে ।।

সুভাস চন্দ্র বোস সম্পর্কে বহু অজানা তথ্য জানা যাবে নতুন ফোকাস নেতাজি ওয়েবসাইটে ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রকাশিত হল ফোকাস নেতাজি ওয়েবসাইট৷ নেতাজি সম্পর্কিত বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে৷ গতকাল শুক্রবার আজান্দ হিন্দ সরকারের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে কলকাতা প্রেস ক্লাবে বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির উদ্যোগে এই ওয়েবসাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফরওয়ার্ড ব্লকের প্রাক্তন সাংসদ তথা নেতাজি গবেষক বরুণ মুখোপাধ্যায় ৷

ছিলেন বৈদ্যবাটি নেতাজি সুভাষ অ্যাকাডেমির সভাপতি ফরওয়ার্ড ব্লক নেতা নরেন চট্টোপাধ্যায়৷ এদিকে, বিভিন্ন ইস্যুকে সামনে রেখে রাজ্যজুড়ে প্রচার ও মিছিলের কর্মসূচি নিয়েছে সিপিআই৷ একইসঙ্গে দলের মতাদর্শগত প্রচারও চলবে৷ আগামী ৭ই নভেম্বর শততম দিবস নভেম্বর বিপ্লবের ৷

ওইদিন থেকেই রাজ্যজুড়ে দলের তরফে মতাদর্শগত প্রচার চালানো হবে বলে গতকাল শুক্রবার এক সাংবাদিক সম্মেলনে জানান সিপিআইয়ের রাজ্য সম্পাদক প্রবোধ পান্ডা৷ আগামী বছর ৫ই মে কার্ল মার্কসের ২০০তম জন্মজয়ন্তী পর্যন্ত এই কর্মসূচি চলবে৷ সিপিআইয়ের তরফে একাধিক ক্যাম্প করা হবে৷ সেখান থেকে বিক্রি করা হবে দলীয় বিভিন্ন পত্র-পত্রিকা ও বই ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন