
আন্তর্জাতিক ডেস্কঃ জম্মু-কাশ্মিরের সামবা সেক্টরে আজ শনিবার সকালে এক পাক গুপ্তচরকে আটক করা হয়েছে। ওই গুপ্তচরের কাছ থেকে ২টি সিম কার্ড এবং একটি মানচিত্র উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃত ওই ব্যক্তির নাম বোধরাজ। সে জম্মুর আর্নিয়া সেক্টরের বাসিন্দা। ওই ব্যক্তি বৃহৎ গুপ্তচরবৃত্তির সঙ্গে যুক্ত রয়েছেন কিনা সে বিষয় খতিয়ে দেখতে তাকে জেরা করছেন নিরাপত্তাকর্মীরা।
গতকাল শুক্রবার সকালে হিরানগর সেক্টরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর ৭ সদস্য নিহত হওয়ার একদিন পরেই ওই পাক গুপ্তচরকে আটক করা হলো। বিএসএফ বলছে, গতকাল শুক্রবার সকালে হিরানগর সেক্টরে ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে পাকিস্তানি সীমান্তরক্ষীরা। জবাবে বিএসএফ গুলি চালালে এ হতাহতের ঘটনাটি ঘটে।
এদিকে, পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর গোলগুলির ঘটনা নিশ্চিত করলেও হতাহতের খবর নাকচ করে দিয়েছে। এর আগে গত আগস্টে রাজস্থান থেকে এক পাক গুপ্তচরকে আটক করা হয়েছিল। তার কাছে সীমান্তের মানচিত্র এবং বেশ কিছু ছবি ছিল।