News71.com
 International
 22 Oct 16, 02:25 PM
 344           
 0
 22 Oct 16, 02:25 PM

খুব শীঘ্রই ২০০০ টাকার নোট বাজারে আনছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ।।

খুব শীঘ্রই ২০০০ টাকার নোট বাজারে আনছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ ভারতে দ্রুতই মানিব্যাগে ঢুকতে চলেছে ২০০০ টাকার নোট৷ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নতুন নোট বাজারে আনার সবরকম প্রস্তুতি নিয়ে ফেলেছে৷ ইতিমধ্যে নতুন নোট ছাপা হয়ে গিয়েছে৷ মাইসুরুর কারেন্সি প্রিন্টিং প্রেসে নতুন নোট ছাপানোর কাজ শেষ হয়েছে৷ নতুন নোটগুলি বাজারে আনতে কেন্দ্রীয় সরকারের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষা করছে রিজার্ভ ব্যাঙ্ক!

৫০০ ও ১০০০ টাকার নোট থাকা সত্ত্বেও ২০০০ টাকার নোট ছাপানো ও বাজারে আনার কৌশল কতটা সফল হবে সে বিষয়ে অবশ্য প্রশ্ন থেকেই যাচ্ছে৷ কারণ, বড় অঙ্কের নোট জাল হতে পারে, এই ভয়ে নিতে চান না বহু খুচরো ও পাইকারি বিক্রেতা৷

এর আগে ১৯৩৮ ও ১৯৫৪ সালে সর্বোচ্চ মূল্যের নোট বাজারে এনেছিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক৷ সে সময় বাজারে আত্মপ্রকাশ করে ১০ হাজার টাকার নোট৷ কিন্তু সেই পরিকল্পনা মুখ থুবড়ে পড়েছিল৷ সব নোট ফিরিয়ে নিতে বাধ্য হয় রিজার্ভ ব্যাঙ্ক৷ ১৯৪৬ ও ১৯৭৮-এ নোটগুলি ফিরিয়ে নেওয়া হয় ৷

এখন প্রশ্ন হল, ভারতের কেন্দ্রীয় সরকার না রিজার্ভ ব্যাঙ্ক- কার পরিকল্পনায় এই নতুন ২০০০ টাকার নোট বাজারে আনা হচ্ছে? সেটা স্পষ্ট নয় কারণ, দু’পক্ষই এ বিষয়ে নীরব৷ তবে সূত্রের খবর, বড় অঙ্কের নোট ছাপতে খরচ তুলনামূলক কম হয়৷ যেমন, একটি হাজার টাকার নোট ছাপতে খরচ হয় মাত্র ৩ টাকার কিছু বেশি৷ তুলনায় ছোট অঙ্কের নোট ছাপতে খরচ বেশি হয়৷ তাই কেন্দ্রের এই নতুন সিদ্ধান্ত ৷

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন