News71.com
 International
 22 Oct 16, 06:03 PM
 318           
 0
 22 Oct 16, 06:03 PM

ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ভিয়েতনামে রাষ্ট্রীয় সফরে যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্কঃ মিয়ানমারের প্রেসিডেন্ট উ থিন কিয়াউ এক রাষ্ট্রীয় সফরে ভিয়েতনাম যাচ্ছেন। আজ দেশটির সরকারি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেখানে তিনি কয়েকটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন। এ বছরের এপ্রিল মাসে মিয়ানমারের প্রেসিডেন্ট হওয়ার পর ভিয়েতনামে এটি হবে কিয়াউর প্রথম সরকারি সফর। ভিয়েতনামের প্রেসিডেন্ট ট্রান দাই কুয়াংয়ের আমন্ত্রণে উ থিন এ সফরে যাচ্ছেন। সফরে কিয়াউয়ের সঙ্গে তার স্ত্রী দাউ সু সু লয়িন থাকবেন। 

উ থিন ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে আগামী ২৪ থেকে ২৬ অক্টোবর অনুষ্ঠেয় অষ্টম কম্বোডিয়া-লাওস-মিয়ানমার-ভিয়েতনাম (সিএলএমভি) সম্মেলন, সপ্তম আয়িয়াওয়াদ্দি-চাও ফিরায়া-মেকং ইকোনমিক কো-অপারেশন স্ট্র্যাটেজি (এসিএমইসিএস) এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম অন দি মেকং রিজিওন বিষয়ক সম্মেলনে যোগ দেবেন।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন