
আন্তর্জাতিক ডেস্কঃ ভারতের কলকাতা থেকে প্রায় হাজার কিলোমিটার দূরে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর গভীর নিম্নচাপ দেখা দিয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে।
যা আগামীকাল রবিবার সন্ধ্যায় মিয়ানমার উপকূলে আছড়ে পড়তে পারে। দেশটির আঞ্চলিক আবহাওয়া অফিসের মতে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে যে নতুন নিম্নচাপটির সৃষ্টি হয়েছে, সেটি ক্রমশ শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে।
নিম্নচাপটি শক্তি বাড়ানোয় জলীয় বাষ্প নিজের কেন্দ্রের দিকে টানতে শুরু করেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে উত্তর ভারত থেকে ছুটে আসা শুষ্ক বাতাস। আগামীকাল রবিবার মায়ামনার উপকূলে ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার পর সেটা বাংলাদেশের দিকে এগিয়ে যাবে।