
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ ক্যাবল কোম্পানি টাইম ওয়ার্নারকে ৮৬ বিলিয়ন ডলারে কিনে নিচ্ছে দেশটির আরেক শীর্ষস্থানীয় টেলিকমিউনিকেশন কোম্পানি 'এটি এন্ড টি'।জানা গেছে, দুই কোম্পানির কর্মকর্তা গতকাল শনিবার এ চুক্তিতে একমত হয়েছেন।
তবে, চুক্তি কার্যকরে এখনও দু'পক্ষের অনুমোদন দরকার হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক দুই প্রতিষ্ঠানের মধ্যে অধিগ্রহণ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হলে আর্থিক দিক বিবেচনায় এটাই হবে চলতি বছরের সবচেয়ে বড় চুক্তি।