News71.com
 International
 23 Oct 16, 02:13 PM
 320           
 0
 23 Oct 16, 02:13 PM

কাশ্মীরে জঙ্গি হামলার ফুটেজ প্রকাশ করল বিএসএফ

কাশ্মীরে জঙ্গি হামলার ফুটেজ প্রকাশ করল বিএসএফ

আন্তর্জাতিক ডেস্কঃ কাশ্মীরের হীরানগর সেক্টরে পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের থার্মাল ইমেজ প্রকাশ করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাতে এই দৃশ্য দেখা গিয়েছিল বলে বিএসএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে। ফুটেজে দেখা যাচ্ছে পাক জঙ্গিরা বিএসএফ পোস্ট লক্ষ্য করে গুলি ও বোমা ছুঁড়ছে। আর তাদেরকে গুলি করে জবাব দিচ্ছে ভারতীয় সেনারা।

বিএসএফ সূত্রে জানা গেছে, ৬ জঙ্গি ভারতে ঢোকার চেষ্টা করছিল। অটোমেটিক রাইফেল থেকে গুলি ছুঁড়তে ছুঁড়তে LoC-র কাছাকাছি পৌঁছে যায় তারা। এছাড়া রকেট প্রপেলড গ্রেনেড থেকে ছোঁড়া হচ্ছিল বিএসএফ পোস্ট লক্ষ্য করে। বিএসএফ গুলি করে ওই জঙ্গিদলকে পাকিস্তানে ফিরে যেতে বাধ্য করে। রাত ১১টা ৪৫ মিনিট থেকে প্রায় ২০ মিনিট ধরে চলে গোলাগুলি।

শুক্রবার সকালে কাঠুয়ার কাছে গুরনাম সিং নামে এক বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হন। জম্মু থেকে ৯০ কিলোমিটার দূরে এই ঘটনা। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তিনি। অন্যদিকে, শুক্রবার সন্ধেয় এক পাক গুপ্তচরকে হাতেনাতে আটক করেছে বিএসএফ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন