News71.com
 International
 23 Oct 16, 02:14 PM
 303           
 0
 23 Oct 16, 02:14 PM

ক্যালিফোর্নিয়ায় ৪ বছর ধরে নিজের মেয়েকে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ১৫০৩ বছরের কারাদণ্ড ।।

ক্যালিফোর্নিয়ায় ৪ বছর ধরে নিজের মেয়েকে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার ১৫০৩ বছরের কারাদণ্ড ।।

আন্তর্জাতিক ডেস্কঃ ৪ বছর ধরে নিজের কিশোরী কন্যাকে ধর্ষণের দায়ে ক্যালিফোর্নিয়ার এক বাবাকে এক হাজার ৫০৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। আজ রবিবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে ।প্রতিবেদনে বলা হয়েছে, ক্যালিফোর্নিয়ার ফ্রেসনো উচ্চ আদালত স্থানীয় সময় গত শুক্রবার ৪১ বছর বয়সী ঐ ব্যক্তিকে এই কারাদণ্ডাদেশ দেয়। প্রতিবেদনে এই তথ্য উঠে আসলেও ঐ ব্যক্তির নাম প্রকাশ করেনি ।

সাজা ঘোষণার সময় বিচারক এডওয়ার্ড সারকিসিয়ান ঐ ব্যক্তির বিষয়ে বলেন, সমাজের জন্য তিনি বিপজ্জনক। নিজের কর্মকাণ্ডের জন্য নিজে কোন অনুশোচনা জানাননি। বরং এর জন্য মেয়েকেই দায়ী করেছেন তিনি। প্রসিকিউটর নিকোল গ্যালস্টান বলেছেন, নির্যাতিতা প্রথমে পারিবারিক বন্ধুর দ্বারা প্রথম নির্যাতিত হয়। এছাড়া মে ২০০৯ থেকে মে ২০১৩ সালের মধ্যে সে দুই থেকে ৩বার ধর্ষণের শিকার হয় ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন