News71.com
 International
 23 Oct 16, 06:19 PM
 314           
 0
 23 Oct 16, 06:19 PM

পর্ন তারকা জেসিকাকে শারীরিক সম্পর্কের জন্য ১০ হাজার ডলার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প!

পর্ন তারকা জেসিকাকে শারীরিক সম্পর্কের জন্য ১০ হাজার ডলার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্কঃ পর্ন তারকা ও পরিচালক জেসিকা ড্রেক বলেছেন, শারীরিক সম্পর্কের জন্য তাকে ১০ হাজার ডলার প্রস্তাব করেছিলেন ট্রাম্প। এ নিয়ে ট্রাম্পের বিরুদ্ধে মোট ১১ জন নারী একই রকম অভিযোগ আনলেন। জেসিকা বলেছেন, এক দশক আগে ট্রাম্প তার ফোন নম্বর চান। ২০০৬ সালের যেদিন তাদের সাক্ষাত হয়েছিল সেদিন রাতেই জেসিকাকে তার স্যুটে আমন্ত্রণ জানিয়েছিলেন ট্রাম্প। তার আমন্ত্রণ রক্ষা করে ওই স্যুটে হাজির হয়েছিলেন জেসিকা। সঙ্গে নিয়ে গিয়েছিলেন আরও দু’জন নারীকে। কারণ, একা একা সেখানে যেতে তিনি সাহস পাচ্ছিলেন না। এ বিষয়ে শনিবার লস অ্যানজেলেসে সংবাদ সম্মেলন করেছেন জেসিকা। তিনি বলেছেন, আমরা তার স্যুটে যাওয়ার পরই ট্রাম্প আমাদের প্রত্যেককে জড়িয়ে ধরলেন।

‘হাগ’ (আলিঙ্গন) দিলেন। আমাদের অনুমতি না নিয়েই তিনি আমাদের চুমু দেয়া শুরু করলেন। জেসিকা এতে সেখানে এক অস্বস্তিকর অবস্থায় পড়েন। তিনি ৩০ থেকে ৪৫ মিনিটের মধ্যে ট্রাম্পের অফিস ত্যাগ করেন। এরপরেই ট্রাম্পের এক সহকর্মীর কাছ থেকে তিনি একটি ফোন কল পান। তিনি জেসিকাকে ট্রাম্পের রুমে একা যাওয়ার আমন্ত্রণ জানান। কিন্তু সেই আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন জেসিকা। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন। এতে বলা হয়েছে, এখন থেকে এক দশক আগে এসব ঘটনা ঘটে যুক্তরাষ্ট্রের নেভাদায় লেক তাহোতে একটি চ্যারিটি গলফ টুর্নামেন্টে।

রাম্প আমাকে বলেন, তুমি কি চাও? কত (ডলার) চাও? তার আমন্ত্রণ আমি প্রত্যাখ্যান করার পর তিনি আমাকে বলেন, আমি তোমাকে ১০ হাজার ডলার দেবো। যদি আমার প্রস্তাব রাখো তাহলে আমার প্রাইভেজ জেট ব্যবহার করতে পারবে। ওই সংবাদ সম্মেলনে ডনাল্ড ট্রাম্পের সঙ্গে জেসিকা ড্রেককে একসঙ্গে একটি ছবিও দেখানো হয়।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন