
আন্তর্জাতিক ডেস্কঃ নিজেদের মাটিতে গজিয়ে ওঠা জঙ্গি সংগঠনগুলিকে ধ্বংস কর। তা না হলে আমরাই ব্যবস্থা নেব।' পাকিস্তানকে সতর্ক করে এই হুঁশিয়ারি দিয়েছে আমেরিকা। মার্কিন প্রশাসনের জঙ্গি-দমন শাখার কর্মকর্তা অ্যাডাম জুবিন শনিবার ওয়াশিংটনে বলেন, 'পাকিস্তান সরকারের ভেতরেই বেশ কয়েকটি মহল রয়েছে, যারা জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চায় না। বিশেষ করে, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স বা আইএসআই। বেশ কয়েকটি জঙ্গি গোষ্ঠীকে এরা মদত দেয়। এটাই মূল সমস্যা।'
অ্যাডাম জুবিন বলেন, 'পাকিস্তানকে বারবার জঙ্গি সংগঠনগুলোকে ধ্বংস করার কথা বলেছি। এ নিয়ে আমরা তাদের সাহায্য করতেও প্রস্তুত। কিন্তু প্রয়োজন পড়লে মার্কিন যুক্তরাষ্ট্র একাই ওইসব জঙ্গি গোষ্ঠীকে ধ্বংস করতে পিছপা হবে না।'
উরি হামলার পর থেকেই ভারত বারবার আন্তর্জাতিক মহলে পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে সরব। কিন্তু পাকিস্তান সেভাবে জঙ্গি দমনে সচেষ্ট নয়। আমেরিকা এ নিয়ে গত একমাসে একাধিকবার পাকিস্তানকে সাবধান করেছে।
জুবিন বলেন, 'এটা ঠিক যে, পাকিস্তান নিজেও সন্ত্রাসের শিকার। প্রায়ই সে দেশের স্কুল, মসজিদ, বাজারে জঙ্গি হামলা হয়েছে। এরকম এক অবস্থায় পাকিস্তানের ঘুরে দাঁড়ানো উচিত।'