
আন্তর্জাতিক ডেস্কঃ তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিঙ্গোলে গতকাল রাতে কুর্দিস ওয়ার্কার্স পার্টি (পিকেকে)’র বোমা হামলায় এক পুলিশ নিহত হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা । বার্তা সংস্থা দোগান শনিবার জানিয়েছে হামলায় ২০ জন আহত হয়েছে।
বিঙ্গোলের গভর্নর ইয়াভুজ সেলিম সাংবাদিকদের বলেন, বিঙ্গোলের জেনক এলাকায় এ হামলা চালানো হয়। তুরস্কের একটি পুলিশের গাড়িকে লক্ষ্য করে দূর নিয়ন্ত্রিত বোমাটির বিস্ফোরণ ঘটানো হয়। এই ঘটনায় এক পুলিশ নিহত ও ৬ পুলিশসহ ২০ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলার পর তুরস্কের নিরাপত্তা বাহিনী ওই অঞ্চল থেকে পিকেকে জঙ্গিদের নির্মূল করার অভিযানে নেমেছে। এএফপি।