News71.com
 International
 24 Oct 16, 12:15 AM
 355           
 0
 24 Oct 16, 12:15 AM

ইরাকের আর রুতবায় আইএসের ত্রিমুখি হামলা ।।

ইরাকের আর রুতবায় আইএসের ত্রিমুখি হামলা ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ সরকারি বাহিনীর অভিযানে আইএস যখন কোনঠাঁসা, ঠিক তখনই ইরাকের পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের আর রুতবা শহরে ত্রিমুখি আক্রমণ শুরু করেছে তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গিরা ।

সূত্র জানিয়েছে, আইএসের হামলাকে ‘প্রচণ্ড’ বলে বর্ণনা করেছেন রুতবার মেয়র ইমাদ মেশাল। শহরের কেন্দ্রস্থলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে আইএস জঙ্গিদের তীব্র লড়াই চলছে বলে জানিয়েছেন তিনি। ২০১৪ সালের জুনে আইএসের জঙ্গিরা রুতবা দখল করে নিয়েছিল, কিন্তু ৪মাস পরই সরকার সমর্থিত বাহিনীগুলো শহরটি পুনরুদ্ধার করে ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির কাছে রুতবায় অতিরিক্ত সামরিক ফোর্স পাঠানোর জন্য আবেদন জানিয়েছেন মেশাল। এদিকে আইএসের দখলে থাকা মসুলের উত্তর-পূর্বদিকে আজ রবিবার সকালে নতুন করে আক্রমণ শুরু করেছে কুর্দিদের পেশমেরগা বাহিনী। ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটি পুনরুদ্ধার করতে এক সপ্তাহ আগে যৌথ অভিযান শুরু করেছে ইরাকের সরকারি বাহিনী ও কুর্দি পেশমেরগা বাহিনী ।

অভিযানে উত্তর ও পূর্ব দিক থেকে মসুলের দিকে অগ্রসর হচ্ছে পেশমেরগা, অপরদিকে দক্ষিণ দিক থেকে অগ্রসর হচ্ছে সরকারি বাহিনীগুলো ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন