
আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার ইন্দিয়ো এলাকায় পর্যটকবাহী একটি বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৩জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩১ জন ।
স্থানীয় সময় আজ রোববার (২৩শে অক্টোবর) সকালে এ দুর্ঘটনাটি ঘটে। ক্যালিফোর্নিয়া হাইওয়ে প্যাট্রোল কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক মাধ্যমগুলো। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ।