
আন্তর্জাতিক ডেস্কঃ কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর ।
স্থানীয় সময় গতকাল রবিবার তার মৃত্যু হয় বলে জানিয়েছে স্থানীয় মাধ্যমগুলো। তিনি ১৯৭২ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন। এদিকে তার মৃত্যুতে দেশটিতে ৩ দিনের শোক ঘোষণা করা হয়েছে ।