News71.com
 International
 24 Oct 16, 09:57 AM
 300           
 0
 24 Oct 16, 09:57 AM

প্রায় ৭০ বছর পর খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত আরও একটি ঘাঁটির ।।

প্রায় ৭০ বছর পর খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত আরও একটি ঘাঁটির ।।

 

আন্তর্জাতিক ডেস্কঃ প্রায় ৭০ বছর পর নির্জন এক দ্বীপে খোঁজ মিলল হিটলারের পরিত্যক্ত ঘাঁটির। উত্তর মেরু থেকে প্রায় ৬০০ মাইল দূরে রাশিয়ার আলেকজান্দ্রায় খোঁজ মিলেছে এই নাজি ছাউনির। উদ্ধার হয়েছে ভাঙাচোরা বাঙ্কার থেকে পরিত্যক্ত পেট্রোলের টিন। খোঁজ মিলেছে বেশ কিছু নথিপত্রের ।

অনুসন্ধানকারীরা জানিয়েছেন, ওই দ্বীপের অতি শীতল আবহাওার কারণেই ওই সব নথিপত্র এখনও খানিকটা অক্ষত রয়েছে। মনে করা হচ্ছে, হিটলারের নির্দেশেই ১৯৪২ সাল নাগাদ এই ঘাঁটি তৈরি করা হয়েছিল। এখান থেকে মূলত আবহাওয়ার খবর সংগ্রহ করা হত। ১৯৪৩ সাল থেকেই ওই প্রত্যন্ত এলাকায় নাজি কার্যকলাপ শুরু হয়ে গিয়েছিল ।

১৯৪৪-এর জুলাইয়ের পর থেকেই এই ক্যাম্প কার্যত পরিত্যক্ত অবস্থাতেই ছিল। খাবারের অভাবে শেষ দিকে ঘাঁটির সদস্যদের পোকা ধরে যাওয়া শ্বেত ভল্লুকের কাঁচা মাংস খেতে হয়েছিল। এর জেরে বিষক্রিয়া হয়ে মৃত্যু হয় অনেকের। এরপর থেকে পরিত্যক্তই ছিল এই জায়গাটি ।

রাশিয়ান আর্কটিক ন্যাশনাল পার্কের এক সমীক্ষক ইভগেনি আর্মোলভ জানান, এর আগে এই ঘাঁটি নিয়ে অনেক কথা শোনা যেত। এ বার তার প্রত্যক্ষ প্রমাণ মিলল ।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন