News71.com
 International
 24 Oct 16, 11:03 AM
 302           
 0
 24 Oct 16, 11:03 AM

ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে নিহত ১৯ মাওবাদী আহত ২ পুলিশ  ।।

ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওড়িশা সীমান্তে পুলিশের গুলিতে নিহত ১৯ মাওবাদী আহত ২ পুলিশ  ।।

আন্তর্জাতিক ডেস্কঃ অন্ধ্রপ্রদেশ-ওড়িশা সীমান্তের মালকানগিরির কাছে পুলিশ ও মাওবাদীদের গুলির লড়াইয়ে নিহত হয়েছে ১৯ জন মাওবাদী। আহত হয়েছেন ২ পুলিশ কর্মী। আজ সোমবার সকালে এই ঘটনাটি ঘটে ।মালকানগিরি থেকে ১০ কিলোমিটার দূরে একটি ক্যাম্পে ৫০-৬০ জন মাওবাদীর জমায়েতের খবর  পেয়ে গতকাল রবিবার গভীর রাতে সেখানে অভিযান চালায় পুলিশ। পুলিশের কাছে খবর ছিল ওই জমায়েতে এক জন শীর্ষ মাওবাদী নেতাও হাজির হয়েছেন।

সেই মতো পুলিশের বিশাল বাহিনী মালকানগিরিতে রাতভর তল্লাশি অভিযান চালিয়ে ক্যাম্পের হদিস পায়। পুলিশের উপস্থিতি টের পেয়েই সতর্ক হয়ে যায় মাওবাদীরা। পুলিশ ক্যাম্পের কাছাকাছি পৌঁছতেই তাদের লক্ষ্য করে গুলি চালাতা থাকে মাওবাদীরা।

পাল্টা জবাব দেয় পুলিশও। দু’পক্ষের গুলির লড়াইয়ে ১৯ জন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। ক্যাম্প থেকে প্রচির অস্ত্রশ্স্ত্র উদ্ধার করেছে পুলিশ। এই মালকানগিরি মাওবাদীদের অন্যতম আঁতুড় ঘর বলেই চিহ্নিত।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন