আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের দুর্গম খাইবার পাখতুন প্রদেশের পেশোয়ারের একটি কারখানো মার্কেট এলাকায় নিরাপত্তা চৌকির কাছে শক্তিশালী আত্মঘাতি বোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ১০জন নিহত ও ২০জনআহত হয়েছেন। পাকিস্তানের সরকারি সুত্রের বরাত দিয়েকর্মকর্তাদের বরাত দিয়ে সংবাদপত্র ডন এ খবর জানিয়েছে। বর্তমানে সেখানে উদ্ধার কাজ চলছে। আজকের এই হামলায় হতাহতদের বেশিরভাগই খাইবার খাসাদার বাহিনীর সদস্য বলে জানা গেছে। যদিও বিস্ফোরণের প্রকৃত ধরন এখনো নিশ্চিত হওয়া যায়নি ।তবে মনে হচ্ছে তবে ধারনা করা হচ্ছে এটি একটি আত্মঘাতী হামলা। নিহতদের মধ্যে খাইবার খাসাদার বাহিনীর অ্যাসিসট্যান্ট লাইন অফিসার নওয়াবশাহ এবং ট্রাইবাল ইউনিয়ন অব জার্নালিস্টের প্রেসিডেন্ট মেহবুব শাহও রয়েছেন।
প্রাথমিক ভাবে এই বিস্ফোরণের ঘটনায় ১০জন নিশ্চিতভাবে নিহত হয়েছেন বলে জানা গেছে। তবে হতাহতের পরিমান আরও বাড়তে পারে ।পুলিশ জানায় খাইবার এজেন্সির জমরুদ এলাকায় এ বিস্ফোরণটি ঘটেছে। দেশটির পার্বত্য অঞ্চল থেকে পেশোয়ারে প্রবেশের মূল পথ এই কারখানা মার্কেট এলাকা ।