আন্তর্জাতিক ডেস্ক : চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধি ২৫ বছরের মধ্যে সর্বনিম্নে পর্যায়ে এসে ঠেকেছে। সাম্প্রতিক বছর গুলোতো চিনের প্রবৃদ্ধি ছিল আকর্ষণীয়। কিন্ত গত ২৫ বছরের মধ্যে ২০১৫ সালে এ হার সর্বনিম্নে পর্যায় এসে ঠেকেছে। সুত্র জানিয়েছে গতবছর চীনে প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৯ শতাংশ।
আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে এবছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৬ দশমিক ৩ শতাংশ এবং আগামী বছর তা আরও কমে ৬ শতাংশ হবে বলে ধারনা করছেন তারা। সম্প্রতিক বছরগুলোতে চীনের প্রবৃদ্ধিকে বিশ্ব অর্থনীতির চালিকাশক্তি হিসাবেই দেখা হয়ে থাকে। আর খোদ সেই দেশেই অর্থনৈতিক প্রবৃদ্ধির এ নিম্নগতি বিশ্বব্যাপী বিনিয়োগকারীদেরকে উদ্বিগ্ন করে তুলেছে।
যদিও চীন সরকারিভাবে আই এম এফের এ রিপোর্ট কে নাকচ করে দিয়েছে চীন। চলতি বছর তারা অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ৭ শতাংশ। যদিও দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেছেন, পর্যাপ্ত নতুন কর্মসংস্থান সৃষ্টি না হওয়া পর্যন্ত প্রবৃদ্ধির এ হার গ্রহণ করা যেতে পারে। তবে অনেকের বিশেষজ্ঞ মনে করেন চীন যাই বলুকনা কেন সরকারি তথ্যের তুলনায় চীনের সত্যিকারের প্রবৃদ্ধি আরও অনেক কম।