News71.com
 International
 13 Jan 16, 06:30 AM
 1121           
 0
 13 Jan 16, 06:30 AM

ইস্তাম্বুলের জনবহুল এলাকায় শক্তিশালী বিষ্ফোরণ: হতাহত ২৫

ইস্তাম্বুলের জনবহুল এলাকায় শক্তিশালী বিষ্ফোরণ: হতাহত ২৫
নিউজ ডেস্ক: তুরস্কের জনবহুল শহর ইস্তাম্বুলে এক শক্তিশালী বিস্ফোরণে ১০ জন নিহত ও ১৫ জন আহত হয়েছেন। হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন। গত মঙ্গলবার ওই বিস্ফোরণে ঘটনা ঘটে। কঅনেকে ওই বিস্ফোরণকে আত্মঘাতী হামলা বলে উল্লেখ করেছেন। ধারনা করা হচ্ছে জঙ্গি গোষ্টি আই এস এই ঘটনার সাথে জড়িত ।খবর বিবিসি/আল-জাজিরা/সি এন এন

ইস্তাম্বুলের সুলতানাহ শহরে ঐতিহাসিক সুলতান আহমেদ মসজিদের অদূরে এই বিস্ফোরণ ঘটেছে বলে জানা গেছে।  বিস্ফোরণ কি ধরনের প্রযুক্তি বা ডিভাইস ব্যবহার করা হয়েছে তা এখনও স্পষ্ট নয়। দেশটির একাধিক তদন্তকারী সংস্হা ঘটনার তদন্ত শুরু করেছে। তবে ইস্তাম্বুলের গভর্নরের বরাত দিয়ে একাধীক সংবাদ সংস্হা ১০ জন নিহত হওয়ার পাশাপাশি অন্তত ১৫ জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।

তুরসকের একাধিক সূত্র বলছেন এটা আত্মঘাতী হামলা। তবে সরকারীভাবে এবিষয়ে সুস্পষ্ট কিছু উল্লেখ করা হয় নি বা ঘটনার দায় স্বীকার করে কোন সংগঠন বিবৃতিও দেয়নি। বিস্ফোরণের পর পুরো এলাকা ঘিরে ফেলে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে জার্মানির কয়েকজন নাগরিক ওই বিস্ফোরণের শিকার হয়েছেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি নিশ্চিত করা না গেলেও জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টির খতিয়ে দেখছেন । 

এদিকে মঙ্গলবারের ঘটনায় একাধিক জার্মান নাগরিক হতাহত হওয়ার ঘটনায় নডেচডে বসেছে জার্মান সরকার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সরকারিভাবে বিবৃতি দিয়ে তুরস্কে অবসহানকারী জার্মানির নাগরিকদের সতর্কভাবে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

Comments

নিচের ঘরে আপনার মতামত দিন