আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে বাচা খান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীরা।
আজ বুধবার সকালে দেশটির খাইবার পাখতুনখোয়া প্রদেশের চারসাদ্দা শহরে অবস্থিত বাচা খান বিশ্ববিদ্যালয় এ হামলার ঘটনা ঘটে।হামলায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য ইতিপুর্বে ২০১৪ সালের ডিসেম্বরে পেশোয়ারে সেনাবাহিনী পরিচালিত একটি স্কুলে ঢুকে আল কায়দা জঙ্গিরা হামলা চালিয়ে ১৩২ শিক্ষার্থীসহ ১৪১ জনকে হত্যা করে। ২০১৪ সালের আল কায়দার হামলার সাথে আজকের হামলার মিল রয়েছে। পাকিস্তান ভিত্তিক জঙ্গী সংগঠন তেহরিক-ই-তালেবান এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
এরির্পোট লেখা পর্যন্ত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গোলগুলি চলছিল। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছে বিশ্ব বিদ্যালয় কতৃপক্ষ। বর্তমানে ক্যাম্পাসে সেনাবাহিনীর অভিযান চলছে।